শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

মতলবে জমি সংক্রান্ত বিরোধে চাচাকে প্রাণনাশের হুমকি
মতলব ব্যুরো ॥

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাকে ভাতিজার প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। খর্গপুর গ্রামের মোঃ আবুল কালাম গোফরান জানান, আমার বড় ভাই হাফেজ মিয়া আমার ভোগ দখলে থাকা সম্পত্তি তার স্ত্রীর নামে হেবা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন এবং নামজারি করেন। আমি বিষয়টি জানার পর উপজেলা ভূমি অফিসে নামজারি বাতিলের জন্য দরখাস্ত করি। ভূমি অফিস সরজমিনে তদন্ত করে নামজারি বাতিল করে। পরবর্তীতে নামজারির রিভিশিন মামলা দায়ের করলে নামজারি রিভিশন মামলা ৪৮/২০১৫ বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বাতিল করে দেন। গত ১৯ জুন ২০১৬ সালে বিজ্ঞ মতলব সহকারী জজ আদালতে মোঃ হাফেজ মিয়ার হেবা দলিল বাতিলের মামলা করি। মামলা নং- ৮৪/২০১৬, যা চলমান রয়েছে। বর্তমানে আমার ভাতিজা মোঃ আবু ইউসুফ সুমন জোরপূর্বক আমার বাড়ির ২ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়েছে। চাঁদপুরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ বিষয়ে মামলা দায়ের করি। মামলা নং-৫৫/২০২০। এ মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। গত ৭ নভেম্বর আবু ইউসুফ সুমন গং জোরপূর্বক আমার বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে বেড়া প্রদান করে। আমি বাধা দিলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমার পরিবারের সবাইকেও খুন করার হুমকি দেয়। ঘটনাস্থলে আমার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে আমি মতলব দক্ষিণ থানার এ বিষয়ে অভিযোগ দায়ের করি। মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

আবুল কালাম গোফরান আরো জানান, আমার পৈত্রিক ও খরিদ সূত্রে মালিকানাধীন সম্পত্তি সুমন জোরপূর্বক দখল করে নেয়ার পাঁয়তারা করছে দীর্ঘদিন যাবৎ। এলাকাবাসীকে নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনেকবার সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও সুষ্ঠু কোনো সমাধানে পৌঁছতে পারিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়