প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
‘খেলাধুলা বিনোদন, মাদকমুক্ত সমাজ গঠন’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে হাইমচরে জমকালো আয়োজনে ‘মিজি বাড়ি প্রিমিয়ার লীগ’ (এমবিপিএল)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে রাজু একাদশ ও সৈয়দ একাদশ নামে দুটি দল। টস জিতে রাজু একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান তুলতে সক্ষম হয়। অপরদিকে সৈয়দ একাদশ কোনো উইকেট না হারিয়ে ৮ ওভারে ৮৮ রান তুলে চ্যাম্পিয়ন হয়। অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি টিভি গ্রহণ করে চ্যাম্পিয়ন সৈয়দ একাদশ।
১৩ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর আলগী গ্রামের মিজি বাড়ি সংলগ্ন মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় ইউপি সদস্য নাজির আহমেদ বেগ বলেন, খেলাধুলা মানুষের মেধা বিকাশের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। তাছাড়া খেলাধুলা উঠতি বয়সের ছেলেদের যাবতীয় নেশা থেকে দূরে রাখে এবং বাল্যবিবাহসহ সমাজের সকল অসঙ্গতিপূর্ণ কাজ থেকে বিরত রাখে। তিনি আরো বলেন, মিজি বাড়ির আয়োজনে এমবিপিএল ক্রিকেট টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাচ্চু মিয়া কবিরাজ, আব্দুল মান্নান ভূঁইয়া, শাহ আলম মিয়াজী, মোক্তার আখন, মোঃ রমিজ গাজী, হাফেজ ভূঁইয়া প্রমুখ।