প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার ৬০নং কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি তাপশ পোদ্দারের সভাপ্রধানে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর খৈয়াম বাগদাদী রুমির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সহ-সভাপতি অনুপম সরকার, বিদ্যালয় পিটিএ কমিটির সহ-সভাপতি হাবীব আহসান, সদস্য মিজানুর রহমান, বিমল পোদ্দার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। আলোচনা সভা শেষে ২০২১ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।