শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাইমচর মডেল স্কুলে অভিভাবক সমাবেশ
শরীফুল ইসলাম ॥

হাইমচর নতুন বাজারস্থ হাইমচর মডেল স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী-২০২১ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি মাস্টার মোঃ মুকবুল হোসেন গাজীর সভাপতিত্বে মাওলানা মোঃ হাফিজুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী। উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, চরভৈরবী গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউপি সদস্য কাউছার বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অবিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমান। তিনি বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত হাইমচর মডেল স্কুল দক্ষ শিক্ষকদের পরিচালনায় সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ করোনা প্রাদুর্ভাব থাকার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে পুনরায় জীবন পায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা সর্বদাই চেষ্টা করছি আমাদের এই হাইমচর মডেল স্কুলটিকে হাইমচর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ জুলফিকার আলী তার বক্তব্যে বলেন, আমি হাইমচর মডেল স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ দেখে মুগ্ধ। আমার কাছে মনে হচ্ছে, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের মধ্যকার সম্পর্ক মজবুত হতে হবে। প্রত্যেক অভিভাবক সব সময় বাচ্চাদের স্কুলের লেখাপড়া সম্পর্কিত খোঁজ-খবর নিতে হবে। তিনি প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে জানার ইচ্ছে থাকতে হবে। আর জানার জন্য ভালোভাবে লেখাপড়ার প্রতি মনোযোগ থাকতে হবে। তোমরা দেশের ভবিষ্যৎ কর্ণধার। অতএব তোমাদেরকে এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি সকলের জন্যে দোয়া ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি মাস্টার মোঃ মুকবুল হোসেন গাজী বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এ বছরেও আমাদের হাইমচর মডেল স্কুলের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। আপনাদের কাছে আমাদের সমাপনী পরীক্ষার্থীদের জন্যে দোয়া কামনা করছি। আপনাদের দোয়া ও উৎসাহে আমাদের সফলতা একধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়