শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

সন্তানদের যেভাবে তৈরি করবেন আগামীতে সেভাবে তারা সেবা দিবে
বাদল মজুমদার ॥

চাঁদপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর রোববার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা। তিনি মা সমাবেশে মায়েদের উদ্দেশে স্বাগত বক্তব্যে বলেন, করোনাকালীন শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুরা চার দেয়ালের ভেতর আটকা ছিলো, দুটি বছর শিশুরা বিদ্যালয়ে আসতে পারে নি। সেই করোনাকালীন সময়টাতে আমাদের প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের সাথে প্রতিদিন যোগাযোগ রেখেছেন। এছাড়াও বিদালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের খাতাগুলো পৌঁছে দিয়েছেন, শিক্ষার্থীরা যেন পাঠক্রমের সাথে সম্পৃক্ত থাকে। অ্যাসাইনমেন্টের খাতাগুলো দেখে অবাক হয়ে যাই, কেননা খাতার লেখার সাথে শিক্ষার্থীর হাতের লেখার কোনো মিল নেই। এতেই বুঝা যায় অভিভাবকরা সন্তানদের প্রতি কতটা যতœশীল। যেই খাতায় শিক্ষার্থী লিখবে সেই খাতায় অভিভাবকরা লিখে বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। এতে বস্তুত আপনাদের সন্তানদের মিথ্যা বলা শিখিয়েছেন। মনে রাখবেন সন্তানকে যেভাবে তৈরি করবেন আগামীতে সেভাবে তারা সেবা দিবে।

আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএম আব্দুর রহমান, মাকসুদা আক্তার, মোঃ মনির হোসেন, শাহিন আক্তার ও আঃ বারেক হাওলাদার। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সৈয়দ নুরুজ্জামান কাজল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়