শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাবুরহাটে সম্পত্তি দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট-দাসদী এলাকার বাবুরহাট মডেল টাউন সংলগ্ন ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে কতিপয় ভূমিদস্যু। ১৩ ডিসেম্বর সোমবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে সম্পত্তির মালিক শেখ সালমান বলেন, আমি এই সম্পত্তি ক্রয়সূত্রে মালিক ও দখলে রয়েছি। আমার ক্রয়কৃত সম্পত্তি বিগত মে মাসের ১ তারিখে জোরপূর্বক আফরোজা বেগম, খালেদা আফরোজ, ওয়ালিদ বিন খালেদ, খাদিজা আফরোজ দখলের চেষ্টা করলে আমি চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা (নং ৬০০/২০২১) দায়ের করি। আদালত আমার দরখাস্ত পর্যালোচনা করে উক্ত সম্পত্তির ওপর নিষেধাজ্ঞাসহ ১৪৪ ধারা জারি করেন। বর্তমানে মামলাটি চলমান।

সোমবার ভোরে আমার দায়েরকৃত মামলার প্রতিপক্ষরা এবং হান্নান ঢালী, কামরুন নাহার ও তাদের ভাড়া করা সন্ত্রাসী বাহিনী পুনরায় আমার সম্পত্তি দখলের চেষ্টা চালায়। আমি তাদেরকে বাধা প্রদান করলে তারা আমার উপরে চড়াও হয় এবং আমার দখলীয় সম্পত্তিতে নির্মাণ করা ঘর ভাংচুর করে। এ বিষয়ে তিনি পরবর্তী আইনী ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়