প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ক্রসবীড বকনা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৩ ডিসেম্বর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মুকবুল হোসেনসহ উপকারভোগীরা।