প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলায় ১৯২৪ সালে প্রতিষ্ঠিত দুর্গাপুর (নিশ্চিন্তপুর) উপ-স্বাস্থ্য কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
গত ১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে তিনি উক্ত উপ-স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং সঠিক ও সুন্দরভাবে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাধারণ জনতা। উপস্থিত সাধারণ মানুষ স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।