প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ভোটারগণ ভোট প্রদান করেন। উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে অংশ নেন ৭ জন প্রার্থী। এতে ২৪৬ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আজাদ মোল্লা। ২৪২ ভোট পেয়ে দ্বিতীয় আজাদ হোসেন। ১৯৩ ভোট পেয়ে তৃতীয় কাউন্সিলর মোঃ মিজান মোল্লা। ১৬২ ভোট পেয়ে চতুর্থ বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম। নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন।