প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ জন ও সাধারণ সদস্য পদে ১২৬ জনসহ সর্বমোট ১৮৪ জনের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেছেন হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন।
গতকাল ১২ ডিসেম্বর রোববার দিনব্যাপী এই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
হাইমচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫নং হাইমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২১ জনসহ মোট প্রার্থী সংখ্যা ৩৩ জন। ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৬জনসহ মোট ৫৩ জন। ২নং আলগী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৮জনসহ মোট ৫৪ জন। ৪নং নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ ও সাধারণ সদস্য পদে ৩১জনসহ মোট ৪৪ জন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, প্রর্তীক বরাদ্দ ২০ ডিসেম্বর।