প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
রাজনৈতিক দলের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টির নিয়ম থাকলেও সেটি এখন কাগজে কলমে। এ অবস্থায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাঁদপুর জেলা ও বিভিন্ন উপজেলাসহ কোনো ইউনিটের মেয়াদ নেই। গত ১১ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমীতে চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা যুবলীগের শীর্ষ পদ প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডঃ হুমায়ূন কবির সুমন ও শেখ মোঃ মোতালেব যুবলীগের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের নজরে আনার জন্যে উভয় নেতার নেতৃত্বে ও সর্মথনে চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মিছিলগুলো শুধু কেন্দ্রীয় নেতাদেরই নয়, চাঁদপুর শহরবাসীর নজর কেড়েছে। এ সকল মিছিল ও শোডাউনে ব্যানার ফেস্টুন সুসজ্জিত ও সুশৃঙ্খল ছিলো। ফলে শহরবাসীর মুখে মুখে ছিলো এই দু নেতার ঐক্যবদ্ধ শোডাউনের আলোচনা। ছবি ও প্রতিবেদনে : গোলাম মোস্তফা।