প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের কোড়ালিয়া নিবাসী মরহুম ফজলুর রহমান হাওলাদারের স্ত্রী ও চাঁদপুর জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেনের মাতা মরহুমা জাহেদা খাতুনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর বোববার দুপুর ১২টায় শহরের কোড়ালিয়া এলাকাস্থ মোশারফ হাজীর বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা ওয়ালি উল্লাহ। দোয়া ও কুলখানিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম এইচ গাজীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত ৫ ডিসেম্বর ১১০ বছর বয়সে জাহেদা খাতুন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)।