প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার প্রার্থী জুলহাস মিয়ার ব্যানার পোস্টার ব্যাপকভাবে ছিঁড়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটনায়। এই প্রার্থীর দেবপুর রাজারগাঁও সড়কের দেবপুর থেকে মিতালী বাজার অংশ, সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, মালয়েশিয়ান কফি হাউজ এলাকার সকল ব্যানার পোস্টার ছিড়ে ফেলা হয়।
ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চতন্তর গ্রামের বাসিন্দা জসিম, শাহাদাত, শুকুর আলম বেপারী, আল-আমিন ও কামাল হোসেন।
চতন্তর বেপারী বাড়ির সিএনজি স্কুটার চালক আনোয়ার জানান, ভোর ৫টার দিকে সিএনজি স্ট্যান্ডে এসে দেখি ঘোড়া ও আনারস প্রতীকের ব্যানার পোস্টার রাস্তার উপর ছিঁড়ে পড়ে রয়েছে। এগুলো ব্লেড দিয়ে কাটা হয়েছে সেটা ব্যানারগুলো দেখলে বুঝা যায়।
ঘোড়া মার্কার প্রার্থী জুলহাস মিয়া জানান, গত ৭ ডিসেম্বর থেকেই আমার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা শুরু হয়। শনিবার দিবাগত রাতে দেবপুর থেকে মিতালী বাজার পর্যন্ত ৪ কিলোমিটার জুড়ে থাকা সড়কের সকল ব্যানার পোস্টার, সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালয়েশিয়ান কফি হাউজের সামনের সকল ব্যানার লেমেনেটিং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনার আমি নিন্দা জানাই। আমার নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত করা হচ্ছে। এ ছাড়াও আমাকে বিভিন্নভাবে হুমকিসহ ভয়ভীতি দেখানো হচ্ছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আমি বিষয়টি জেনেছি ক্ষতিগ্রস্তকে বলা হয়েছে অভিযোগ দেয়ার জন্যে।