শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের বিশেষ সভা
বাদল মজুমদার ॥

গত ১০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন অস্থায়ী কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর সদর উপজেলা শাখার কার্যকরী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া বলেন, নবাগত সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান সোহাগ, সদস্য মোঃ আবু কাউছারকে শুভেচ্ছা জানাই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সংগঠনকে গতিশীল করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি শাহ আলম মিয়াজী ফুটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মিয়াজীর পরিচালনায় সভার শুরুতে জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলা শাখার কার্যকরী পরিষদে মোঃ কামরুজ্জামান সোহাগকে সহ-সভাপতি ও মোঃ আবু কাউছারকে সদস্য করা হয়। গত ৩০ নভেম্বর জরুরি সভায় কমিটির সকলের সম্মতিতে তাদের অন্তর্ভুক্ত করা হয় এবং গত ১০ ডিসেম্বর দলীয় প্যাডে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেয়া হয়।

বক্তব্য শেষে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলার সহ-সভাপতি আবদুল কুদ্দুস গাজী, রেলওয়ে শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সদস্য মোঃ জিন্না সিকদার, ইব্রাহিম খলিল, জেলা রিকশা শ্রমিক লীগের সভাপতি আবদুল আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, সহ-সভাপতি মোঃ মাসুদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মোল্লা, আশিকাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মালসহ জেলা, সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন শ্রমিক লীগের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়