শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০

বাকিলায় নৌকার পক্ষে ভোট চাইলেন মেয়র লিপন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব উল আলম লিপন বাকিলা বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ২নং বাকিলা ইউনিয়নের প্রার্থী মুহাম্মদ হাবিবুর রহমান লিটনের পক্ষে এই গণসংযোগ করেন।

এদিন তিনি বেশ কয়েকজন পৌর কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী নিয়ে বাকিলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ মার্কেটগুলোতে ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। মেয়রের সাথে ছিলেন পৌর কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, শাহআলম, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মহন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক ও প্রার্থী মুহাম্মদ হাবিবুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাকান্ত রাজু, শিক্ষা ও মানব সম্পাদক ফারুক হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনসহ শতাধিক নেতা-কর্মী গণসংযোগে অংশ নেন। এ সময় বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়