শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জের ১১ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ১৮
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে, ১৩টির মধ্যে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ১৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এরা প্রত্যেকেই স্বতন্ত্র পরিচয়ে মনোনয়নপত্র জমা দেন। এরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। বিএনপি নির্বাচনে না আসায় এরা স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে জানা গেলো, এ নির্বাচনে মোট ৭৪৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন মোট ১০৫ জন। তার মধ্যে ১১টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর আড়ালে বিএনপি সমর্থিত প্রার্থী হচ্ছেন ১৮ জন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ সমমনা দলগুলো বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়। কিন্তু এই ঘোষণা কার্যত মাঠ পর্যায়ে মানা হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনে চিহ্নিত বিএনপি করা এমন অনেকেই দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনেক স্থানে নিজের যোগ্যতা, অনেক স্থানে প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ির সুযোগে বিজয়ী হয়ে আসছেন বিএনপির প্রার্থীরা। ফলে কিছুটা হলেও নড়েচড়ে বসে বিএনপি। তারা ঘোষণা দেয় দলীয়ভাবে কোনো সমর্থন না দিলেও মাঠ পর্যায়ে তাদের নেতৃবৃন্দ নির্বাচন করলেও তাদের কোনো আপত্তি নেই। ফলে নিশ্চুপ থাকা প্রার্থীরা পুনরায় জেগে উঠে। যার ফলে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নেই বিএনপি নেতারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। কয়েকটি ইউনিয়নে দুই/তিনজন করে প্রার্থী রয়েছেন।

প্রার্থীরা হলেন : বালিথুবা পশ্চিম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বালিথুবা পূর্ব ইউনিয়নে মোঃ ইব্রাহিম ও সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন খান নয়ন, সুবিদপুর পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, আরমান হোসেন ও বেলায়েত হোসেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মহসীন হোসেন, গুপ্টি পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে মোঃ আব্বাস, পাইকপাড়া উত্তর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর ইউনিয়নে মোঃ মাসুদ আলম, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আঃ হান্নান মিয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাছির আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন টেলু, ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী, প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ সুমন এবং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে মোঃ শাহজাহান। আর রূপসা উত্তর ইউনিয়ন ও রূপসা দক্ষিণ ইউনিয়নে বিএনপির কেউ মনোনোয়ন জমা দেন নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়