শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর স্টেডিয়ামে কথা কাটাকাটি নিয়ে অতর্কিত হামলা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে কথা কাটাকাটি নিয়ে অতর্কিত হামলায় সাবেক ফুটবলার (গোলকিপার) আমিন মোল্লাসহ ৫জন আহত হয়েছেন। এদের মধ্যে আমিন মোল্লার অবস্থা গুরুতর। শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা দলের মধ্যকার বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলা শেষে এ ঘটনা ঘটে।

শনিবার বাফুফে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সুরমা অঞ্চলের ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর রেফারী খেলা চালাতে থাকলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের খেলোয়াড় ও দর্শকরা রেফারির উদ্দেশ্যে গালমন্দ করতে থাকে। রেফারি টাইব্রেকার দিয়ে কোনোরকম খেলা শেষ করে দ্রুত মাঠ ছাড়েন। এর কিছুক্ষণ পরেই জেলা দলের বেশ ক’জন উদীয়মান ফুটবলার খেলার বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে কথা বললে মাঠে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। কথা বলার মূল উদ্দেশ্য ছিলো, চাঁদপুরে ২টি ফুটবল একাডেমি থাকতে কেনো এক একাডেমির ফুটবলার নিয়ে দল গঠন করে মাঠে নামে। এই নিয়ে উঠতি বয়সী ফুটবলাররা একে অপরের সাথে কথা কাটাকাটি করে।

এক পর্যায়ে ঢাকা মোহামেডানের সাবেক ও চাঁদপুর জেলা দলের সাবেক ফুটবলার জাহাঙ্গীর পাটওয়ারী শনিবারের জেলা দলের খেলার অবস্থা নিয়ে কথা বলতে থাকলে ওই সময় জেলা ফুটবল দলের কোচের ভাই হানিফ বকাউল তার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। তর্কাতর্কিটি ছিলো এই যে, চাঁদপুরের দলটিকে যদি ভালো মানের ফুটবল কোচ দিয়ে অনুশীলন করানো হতো, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার সাথে পরপর দু’টি ম্যাচে হারতে হতো না। তখন সিনিয়র ক’জন তাদের দুজনকেই ঝগড়া করতে বারণ করেন। আর সেই সময় মাঠে থাকা (রোববার অনুষ্ঠিতব্য অতিথিদের মঞ্চের সামনে) তাজু বকাউল লোহার শাবল নিয়ে জাহাঙ্গীর পাটওয়ারী ও জসিম পাটওয়ারীর উপর তার দলবল নিয়ে হামলা করেন। এই সময় সাবেক ফুটবলার আমিন মোল্লা, আলমগীরসহ ক’জন এগিয়ে আসলে তাজু বকাউল লোহার শাবল দিয়ে আমিন মোল্লাসহ তার সাথে দলের অনান্য লোকজনসহ মাঠে উপস্থিত সাবেক খেলোয়াড়দের উপর হামলা চালায়। এ সময় সাবেক ও বর্তমান প্রায় ৫ জন ফুটবলার আহত হন। গুরুতর আহত অবস্থায় খেলা দেখতে আসা দর্শকরা আমিন মোল্লাকে চিকিৎস্যার জন্যে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে পুলিশ আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’গ্রুপেরই লোকজন স্টেডিয়াম এলাকায় তাদের লোকজন জমায়েত করে রাখে।

এমন হামলার পরিস্থিতি দেখে খেলতে আসা ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকতাগণ হতভম্ব হয়ে পড়েন। স্টেডিয়ামে অনুশীলনরত কেরাতে ও শেখ কামাল একাডেমীর খেলোয়াড়রা ভয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়