শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার সাথে টাইব্রেকারে হেরে বিদায় নিলো চাঁদপুর জেলা দল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১-এর সুরমা অঞ্চলের ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর সেই ম্যাচে ব্রাহ্মণবাড়িয়ার সাথে টাইব্রেকারে হেরে বিদায় নিলো চাঁদপুর জেলা দল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সারা জেলাতেই এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ফিরতি ম্যাচের খেলায় বাফুফের নিয়োজিত খেলা পরিচালনাকারী রেফারী পক্ষপাতিত্ব করে স্বাগতিক জেলা চাঁদপুরকে জয়ী করতে পারেনি। অপরদিকে খেলা শেষে একটি গ্রুপের অতর্কিত হামলায় একজন সাবেক ফুটবলারসহ বেশ কয়েকজন আহত হয়েছে। ওই সময় স্টেডিয়ামের প্রধান গেট বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা জিম্মি ছিলেন দু’পক্ষের সংঘর্ষকারী সমর্থকদের কারণে।

খেলার শুরু থেকেই সফরকারী দলের সাথে খারাপ আচরণ করতে থাকে চাঁদপুর জেলা দলের ফুটবলারগণ। খেলা শুরু হওয়ার ৫ মিনিটের সময় চাঁদপুরের বোগদাদ নামে পরিচিত খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের একজন খেলোয়াড়কে বল নিতে এসে ঘুষি মেরে দেয়। এরপর সফরকারী দলের খেলোয়াড়রা জিজ্ঞেস করতে এলে চাঁদপুরের খেলোয়াড় বোগদাদ ও আবদুল্লাহসহ দলের সকল খেলোয়াড় তেড়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ফুটবলারদেরকে মারতে। সে সময় খেলা পরিচালনাকারী রেফারী দু’দলের দু খেলোয়াড়কে লালকার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন। সরজমিনে খেলা দেখতে বসে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া দলের খেলোয়াড়ের তেমন কোনো দোষ ছিলো না। খেলার প্রথমার্ধের মাঝামাঝি সময় চাঁদপুরের খেলোয়াড় ফরহাদ দলের পক্ষে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার প্রথমার্ধ ১-০ গোলেই শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দু’দলের মধ্যে গোল দেয়ার প্রতিযোগিতা যেনো বেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের গোলকিপারের দৃঢ়তার কারণে অনেক সহজ গোলের সুযোগ মিস করে স্বাগতিক জেলা দলের খেলোয়াড়রা। খেলার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের কর্মকর্তাসহ খেলা দেখতে আগত দর্শকরা রেফারীর উদ্দেশ্যে চিৎকার করতে থাকে। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ডি-বক্সে বল নিয়ে গোল দিতে গেলে স্বাগতিক দলের খেলোয়াড় পড়ে যায়। আর তখনই খেলা পরিচালনাকারী বাফুফের রেফারী সঞ্চয় পেনাল্টির আমন্ত্রণ জানায় স্বাগতিক চাঁদপুরকে। চাঁদপুর ২-০ গোলে জয় পায়। কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দু’দলকেই টাইব্রেকারে অংশ নিতে হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া ৭-৬ গোলে জয়ী হয়।

চাঁদপুর স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আলী জিন্নাহ। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলহাজ¦ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক আলহাজ¦ শাহীর হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবুল কাশেম আখন্দ, সালাউদ্দিন শান্ত, মনোয়ার চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামসহ দুদলের খেলোয়াড়রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়