প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ রোববার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। দুটি প্রতিযোগিতাই বিকেলে অনুষ্ঠিত হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২১-২০২২-এর আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার দুপুর আড়াইটায় ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে চাঁদপুর ভলিবল একাডেমী ও সবুজ দল। বিকেল সাড়ে তিনটায় একই ভেন্যুতে কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন চাঁদপুর সদর উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা কাবাডি দল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল পাটোয়ারী, চাঁদপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির কর্মকর্তাগণ এবং প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ খেলোয়াড়রা।