প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার শিকিরচরে আমাদের পাঠাগারের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ছড়া-কবিতা পাঠ, বিনামূল্যে বই প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে শিকিরচর বেড়িবাঁধ সংলগ্ন নিজ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমাদের পাঠাগারের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির ঢালী।
পাঠাগারের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন ও মিজানুর রহমান শাহনুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মাহবুবুর রহমান সেলিম, ছেঙ্গারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা, হাফিজুর রহমান কবির, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী, শিশু শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে বিনামূল্যে বই প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।