শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

মোঃ আবুল কালাম ॥

শাহরাস্তিতে পেয়ারা বেগম-গোলাম মোস্তফা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নুনিয়া সমাজকল্যাণ গণপাঠাগারের উদ্যোগে আয়নাতলী ফরিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, চিতোষী পশ্চিম ইউনিয়ন এবং সূচীপাড়া উত্তর ইউনিয়নের পঞ্চম থেকে দশম শ্রেণির ৮১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। প্রতি শ্রেণি থেকে ৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ টাকা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে। পরীক্ষা পর্যবেক্ষণ করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, নুনীয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোয়েব দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকম-লী। পরীক্ষার তত্ত্বাবধায়ক ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। সার্বিক দায়িত্বে ছিলেন কচুয়া উপজেলা পরিসংখ্যান অফিসার জয়নাল আবেদীন শিবলু, শিক্ষক মিজানুর রহমান, জয়নাল আবেদীন জয় প্রমুখ।

উল্লেখ্য, বিএমএ’র যুগ্ম মহাসচিব ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডাঃ কামরুল হাসান মিলন তাঁর প্রয়াত মা পেয়ারা বেগম ও বাবা গোলাম মোস্তফার স্মরণে ফাউন্ডেশনের মাধ্যমে এ মেধাবৃত্তি প্রচলন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়