শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

শীতার্তদের পাশে সময়ের বাতিঘর ফাউন্ডেশন
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ করলো সামাজিক সংগঠন সময়ের বাতিঘর ফাউন্ডেশনের সদস্যরা।

গতকাল ১০ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সকালের পর্বে লাউতলী কাজী বাড়ি মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সদস্য সাইদুর রহমান রনির সঞ্চালনায় সংগঠনের আহ্বায়ক কাজী মোঃ আবু জাফরের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আনিছ উদ্দিন, লতিফগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান খান ও ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম। এরপর লাউতলী পূর্ব, লাউতলী পশ্চিম, কমলকান্তি, নয়নপুর, গোড়াশালা গ্রামের মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়।

এদিন বিকেলে আদশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সদস্য শামীম হাসানের সঞ্চালনা ও সংগঠনের আহ্বায়কের সভাপতিত্বে অতিথিদের উপস্থিতিতে উপজেলার মান্দারতলী, আদশা, সোন্দড়া এবং হুগলি গ্রামের শীতার্ত মানুষের মাঝে দ্বিতীয় পর্বে শীতের পোশাক বিতরণ করেন সংগঠনের সে¦চ্ছাসেবীরা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য মোঃ জহিরুল ইসলাম, দেওয়ান শরীফুল ইসলাম রুবেল, শাহাবুদ্দিন আহম্মেদ সোহান, কাজী আবদুর রশিদ, সিদ্দিকুর রহমান রনি, শামীম হাসানসহ অন্যরা।

উল্লেখ্য, ২দিনব্যাপী এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় দিনের মতো শীতবস্ত্র বিতরণ করা হবে।

‘সময়ের সাথে এগিয়ে আমরা’ এমন স্লোগানকে সামনে রেখে করোনাকালীন সময় খাবার বিতরণ, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, শীতবস্ত্র বিতরণসহ সামাজিক ও মানবিক কাজগুলো করে সংগঠনটির সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়