প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ৯ ডিসেম্বর রাত ১০টায় জেলা গোয়েন্দা শাখার এসআই শামীমা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এবং সদর উপজেলার দক্ষিণ বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাজী বাড়ির জসিম গাজীর বাড়ির সামনের রাস্তা থেকে কাউছার আহম্মেদ রিপু পাটোয়ারী (২৪) ও শরীফ খান (২৮) কে আটক করেন। তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ জব্দ করেন।
কাউছার আহমেদ রিপু পাটোয়ারী দক্ষিণ বালিয়া ইউনিয়নের পাটোয়ারী বাড়ির বাবুল পাটোয়ারীর ছেলে। আর শরীফ খান একই ইউনিয়নের খান বাড়ির বাচ্চু খানের ছেলে। আসামীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।