প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর পুরানবাজার পূর্ব শ্রীরামদী দাসপাড়া কালী মন্দির কমিটি ও দাসপাড়া যুবসমাজের নেতৃবৃন্দ বারদী শ্রীশ্রী লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা গতকাল ১০ ডিসেম্বর শুক্রবার সকালে শতাধিক যুবক ভক্ত দেশ ও জাতির মঙ্গল কামনায় পূজা দেয়ার লক্ষ্যে মাইক্রোবাসযোগে বারদী লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। বারদীর উদ্দেশ্যে যাত্রাকালীন শ্রীশ্রী শ্যামা কালী পূজা কমিটির সভাপতি অনুপ দাস, সাধারণ সম্পাদক বিশ^নাথ মজুমদার, দুর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, বিশিষ্ট সংগঠক মৃনাল কান্তি দাস, মনা দাস, মৃদুল কান্তি দাসসহ অন্যান্যরা জানান, করোনাকালীন আমরা এক প্রকার সীমাবদ্ধতার মধ্যেই সময় পার করেছি। উৎসব, পূজা, পার্বনের আয়োজনও ছিল অনেকটা সীমাবদ্ধ। এ সময় আমরা অনেক প্রিয় ব্যক্তিদের হারিয়েছি। বর্তমান সময় নতুন করে আবার দেখা দিয়েছে ওমিক্রোনের ভয়াবহতা। হারিয়ে যাওয়া মানুষের আত্মার শান্তি, করোনা ও ওমিক্রোন থেকে মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় আমাদের এ যাত্রা। আমরা বারদী মন্দিরে শ্রীশ্রী লোকনাথ বাবার সন্তুষ্টি কামনায় পূজা ও প্রার্থনা করবো। যাতে শিব-কল্পদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সকলের মঙ্গল করেন। নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উৎপল দাস, সুমন দাস, সমীর দাস, নারায়ণ দাস, অসীম দাস, বাদল দাস, সঞ্জীত দাস, রাম দাস, জয় গুরু দাস, সঞ্জয় দাস, সোহাগ মজুমদার, প্রশান্ত সরকার, পংকজ দাস, লিটন দাস, বাবলু দাস, রবি দাস, শনি দাস, পরিমল দাস, অজিত দাস প্রমুখ। তারা এদিনই পূজা ও প্রার্থনা শেষে চাঁদপুর ফিরে আসেন।