প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের ৩ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়িতারা হলেন, পৌর এলাকার রাজিয়া সুলতানা দিপু, সাবিনা বেগম ও হাঁসা এলাকার মাজুদা বেগম।