শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে আমেরিকাভিত্তিক সংগঠন ‘দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনে’র শিক্ষাবৃত্তি প্রদান
নূরুল ইসলাম ফরহাদ ॥

আমেরিকাভিত্তিক সমাজসেবাভিত্তিক সংগঠন ‘দ্যা ওয়ান টেক ফাউন্ডেশন’ ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ের ১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে মেধাবীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট ও মহামূল্যবান সামগ্রী বই।

প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস। বক্তব্যে তিনি বলেন, 'আমাদের স্কুলের মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করায় ওয়ান টেক ফাউন্ডেশনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বৃত্তি ও সম্মাননা শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা তৈরি করবে। এর ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।' অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, তপন কুমার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সম্পাদক ও প্রকাশক দন্ত্যন ইসলাম এবং ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর আশরাফুর রহমান শাওন।

প্রজেক্ট কো-অর্ডিনেটর শাওন তার বক্তব্যে 'দ্যা ওয়ান টেক ফাউন্ডেশন' সম্পর্কে বলেন, 'এটি আমেরিকাভিত্তিক একটি সামাজিক সংগঠন। আমেরিকান সিটিজেনশিপপ্রাপ্ত বাংলাদেশি কিশোর আনোয়ার ইব্রাহীম কাদেরের তৈরি করা সংগঠন এটি। যার মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে অন্যদেরকে মেধাবী হওয়ায় উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য। তার বড় বোন নূর সারাহ কাদের আমেরিকান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারও 'দ্য ওয়ান লাইট ফাউন্ডেশন' নামে একটি সংগঠন রয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে অনেক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন সময়ে শিক্ষা সামগ্রী বিতরণ করাসহ শিক্ষামুখী নানান কর্মকা-ের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে, আনোয়ার ইব্রাহীম কাদের এবং নূর সারাহ কাদের বাংলাদেশ থেকে ইংরেজি ভাষায় কিছু বইও প্রকাশ করেছে। যেগুলো সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।'

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়