প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ লেখক ফোরামের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে ‘দ্যা ওয়ান টেক ফাউন্ডেশন’ ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। ৯ ডিসেম্বর বিকেলে ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ আশরাফুর রহমান শাওন ফোরামের সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক কাউছার হোছাইনকে ফুলেল সংবর্ধনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি কে.এম. নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল ও সদস্য আব্দুল কাদের। নবনির্বাচিত সভাপতি কাওসার আহমেদ বলেন, ‘আমরা সবসময় দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনকে কাছে চাই। আমি বিশ^াস করি, আমাদের প্রতিটি ভালো কাজে সংগঠন এবং শাওন আমাদেরকে সহযোগিতা করবে। আমাদেরকে সম্মানিত করায় সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞ। উল্লেখ্য ‘দ্যা ওয়ান টেক ফাউন্ডেশন’ আমেরিকা ভিত্তিক একটি সামাজিক সংগঠন।