প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর রোটারী ভবনের নুরুর রহমান হলরুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি শাহেদুল হক মোর্শেদ। স্মৃতিচারণ করেন মরহুম মোস্তাক হায়দার চৌধুরীর বড় ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমা-ার চৌধুরী ওমর হায়দার রাজন, রোটারী ক্লাবের সাবেক সাবেক সভাপতি কাজী শাহাদাত, তমাল কুমার ঘোষ, ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, নজরুল আমীন চৌধুরী সাজু, হাফিজ মিয়া, অধ্যাপক জাকির হোসেন, গোপাল সাহা, বর্তমান সহ-সভাপতি মোস্তফা ফুল মিয়া, ক্লাব সদস্য মহসিন পাঠান, সহ-সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, প্রেসিডেন্ট ইলেক্ট খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন ও সচিব অ্যাডঃ পলাশ মজুমদার। উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই মহব্বত হায়দার চৌধুরী, মঈনুদ্দিন হায়দার চৌধুরী ও মরহুমের ছোট ছেলে চৌধুরী সাইফুদ্দিন হায়দার সুজন প্রমুখ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ মোশারফ হোসাইন।
উল্লেখ্য, মরহুম মোস্তাক হায়দার চৌধুরী গত ৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন।