শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

যে কোনো দেশের জন্যে পর্যটন একটি সম্ভাবনাময় বড় খাত
মাহবুব আলম লাভলু ॥

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশে পর্যটন শিল্পকে বড় শিল্পখাত হিসেবে দাঁড় করাতে হলে দীর্ঘমেয়াদী ও বিদেশী বিনিয়োগ প্রয়োজন। নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে বিদেশী পর্যটক আমাদের দেশে প্রচুর আসবে। পর্যটকরা কেনো সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে। এক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে বড়। দ্বিতীয়ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে বিনোদনের সুন্দর ও নতুন নতুন আইটেম। অনুরূপ আকর্ষণীয় বিনোদনমূলক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে পর্যটক আসবে। এ খাত থেকে লাভবান হওয়া যাবে। শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, যে কোনো দেশের জন্যে পর্যটন একটি সম্ভাবনাময় বড় খাত। দীর্ঘদিন ধরে এই খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ তেমন ভালোভাবে হতে পারেনি। বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। বিদেশি বড় বিনিয়োগ ছাড়া পর্যটন খাতকে কোনোক্রমেই বিদেশিদের মাঝে আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে না। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া প্রভৃতি দেশে শুধুমাত্র বিদেশি আকর্ষণীয় বিশাল বিনিয়োগের মাধ্যমে জমজমাট ব্যবসা চলছে। আমাদেরকেও অনুরূপ চিন্তা-ভাবনা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন সিকদার, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, ইঞ্জিনিয়ার রেজাউল করীম, শহীদ উল্লাহ প্রধান, শাখাওয়াত হোসেন সরকার মুকুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়