প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশব্যাপী যে গণশপথ পরিচালনা করবেন সেটি সফল করার লক্ষ্যে গতকাল ৯ ডিসেম্বর সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপাদারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বিজয় দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ গ্রহণে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মচারি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, রাজনীতিবিদ, রোভার স্কাউট, গার্লস গাইড, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।