প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০
৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী শোডাউন করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন গতকাল ৯ ডিসেম্বর এই ইউনিয়নের আলোচিত তিন চেয়ারম্যান প্রার্থী বড় ধরনের পৃথক শোডাউন করে মনোয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান বেগ ও মাকসুদ খান। আতিক পাটোয়ারী আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হলেও তাকে চ্যালেঞ্জ জানাতে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন অপর দুইজন। গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চেয়ারম্যান প্রার্থীদের এই নির্বাচনী মিছিলে পরিণত হয় হাইমচর উপজেলা পরিষদ ও আলগীবাজার।