শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে মনোনয়নপত্র জমা দিতে গেলে ছিনিয়ে নেয়ার চেষ্টা
এমরান হোসেন লিটন ॥

ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার উদ্দেশ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আসামাত্র অজ্ঞাত সন্ত্রাসী দ্বারা দুই দফা মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগের আলোকে জানা যায়, মোঃ জসিম উদ্দিন (পিতা মৃত আবুল হোসেন, গ্রাম ষোলদানা) ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আগামী ৫ জানুয়ারির নির্বাচনে তিনি আবার ইউপি সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিতে ৮ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে যান। এ সময় অজ্ঞাতনামা ৭/৮ জন লোক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং তার সাথে থাকা মনোনয়নপত্রের ফটোকপি, আইডি কার্ড, মূল চালান কপি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট নিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে।

পুনরায় বিকেল ৪টার দিকে তিনি নতুন করে সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে চালান কপি এবং অন্য কাগজপত্রসহ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আসামাত্র পুনরায় অজ্ঞাত ১৯ থেকে ১২ জন সন্ত্রাসী জসিমকে আবার আক্রমণ করে। তিনি বলেন, এ সময় সন্ত্রাসীরা তার বাচ্চাদের জন্ম নিবন্ধনের মূলকপি, তার ট্রেড লাইসেন্সের মূলকপি, ইউপি কার্যালয়ে ট্যাক্সের মূলকপি, মনোনয়নের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে মনোনয়নপত্র জমা দিতে নিষেধ করে।

জসিম উদ্দিন বলেন, অজ্ঞাত এই সন্ত্রাসীদের অনৈতিক আচরণে এবং তাদের হুমকির কারণে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি ফরিদগঞ্জ থানায় অভিযোগ দাখিল করে প্রশাসনিকভাবে সহযোগিতা কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়