শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজে শিক্ষকবৃন্দের ইনহাউজ প্রশিক্ষণ
প্রেস বিজ্ঞপ্তি ॥

গত বুধবার ০৮ ডিসেম্বর বেলা ১২টায় চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স কক্ষে শিক্ষক কর্মকর্তাদের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে রিসোর্সপার্সন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এ ধরণের একটি আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণ কর্মসূচি করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এতে বিভাগগুলোর আর্থিক ব্যবস্থাপনা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়