প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাইমচরে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ১২ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৯৮ জন মনোনয়নপত্র দাখিল করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২জন এবং স্বতন্ত্র থেকে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দুই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ এবং সাধারণ সদস্য পদে ৬৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেন ৬ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড ৩ জন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৬ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন ও ৯নং ওয়ার্ডে ৫ জনসহ মোট এই ইউনিয়নে ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।
৪নং নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন ফরম সংগ্রহ করেন। দাখিল করেন ৬ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ২ জন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ২ জন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন এবং ৯নং ওয়ার্ডে ৩ জনসহ এই ইউনিয়নে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। ২ ইউনিয়নে ১০৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেন ৯৮ জন।