প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০
আগামীকাল ১১ ডিসেম্বর শনিবার চাঁদপুর পৌর এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্যে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে পৌর এলাকায় অস্থায়ীভাবে ৬৮টি এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে ১টি কেন্দ্র স্থাপন করা হবে। অস্থায়ী কেন্দ্রগুলো ১৪ ডিসেম্বর এবং স্থায়ী কেন্দ্রটি ১৬ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে শিশুদেরকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম পরিচালনা করবে। এ প্লাস ক্যম্পেইন সফল করার লক্ষ্যে ১৫১ জন পৌর স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছেন চাঁদপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ হানিফ গাজী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকবে এ কার্যক্রম। সকাল ৯টায় শাপলা চত্বরে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের উদ্বোধন করবেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।
ভিটামিন এ ক্যাপসুল শিশুদের জন্যে অত্যন্ত প্রয়েজনীয় একটি ভিটামিন ক্যাপসুল। এ ক্যাপসুলটি শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধসহ শিশুর শারীরিক বিকাশে সহায্য করে, এমনকি রোগ প্রতিরোধসহ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রংয়ের এবং ১১ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রংয়ের জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা যায়।