প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাইমচরে ৪র্থ ও ৫ম ধাপের ৪ ইউনিয়নের নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আতিকুর রহমান পাটওয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন প্রধানীয়া, সহ-সভাপতি এমএ বাশার, হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী বলেন, জননেত্রী শেখ হাসিনা ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের অভিভাবক। তাঁর আন্তরিকতায় আমি নৌকা মার্কা নিয়ে এসেছি। আগামী ৫ জানুয়ারি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নবাসীকে সাথে নিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা সংঘাতে বিশ্বাসী না, আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শের কর্মী। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও ডাঃ জেআর ওয়াদুদ টিপু ভাই আমাদের নেতা। তাঁরা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন। আমরা আশা করি, এ নির্বাচনে কোনো সহিংসতা হবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। আমরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হবো। নৌকা এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অপশক্তি যদি থাকে, তাদের জবাব আমরা সুন্দরভাবে দিতে পারবো এবং সকল প্রার্থীর সাথে নিয়ে ৫ তারিখে নৌকা মার্কার বিজয় অর্জন করবো। আগামী দিনে শেখ হাসিনা ও ডাঃ দীপু মনির নেতৃত্বে ২নং উত্তর আলগী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।