শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০

মোস্তাক হায়দার চৌধুরীর স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৩ বাংলাদেশের জেলা গভর্নরের উপদেষ্টা মরহুম আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরীর স্মরণে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর আয়োজনে নাগরিক শোকসভার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর নেতৃবৃন্দের আয়োজনে জেলা অফিসে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

সভায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সাবেক সভাপতি ও নাগরিক শোকসভার আহ্বায়ক লায়ন অ্যাডঃ সেলিম আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, মাদক মুক্ত সমাজ গড়ি জেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমান সেলিম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, ক্লাবের সাবেক সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, লায়ন্স ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম খান সেলিম, লায়ন জিকরুল আহসান, যুগ্ম কোষাধ্যক্ষ লায়ন গোলাম হোসেন টিটু এবং সার্ভিস কমিটির চেয়ারম্যান কামরুল হাসান ও শাখাওয়াত হোসেন।

সভায় আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর আয়োজনে লায়ন মোস্তাক হায়দার চৌধুরীর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী ৫ ডিসেম্বর বিকেল ৫টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়