প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
গতকাল ৭ ডিসেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে উপজেলার সদর সার্কেল বাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে সহকারী পরিচালক নুর হোসেন ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এ সময় সহযোগিতায় ছিলেন ডিএসআই নীনা আক্তার। নিরাপত্তা সহযোগিতা করেন সদর থানা পুলিশের সদস্যরা। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।