প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে তিনটি বিদ্যালয়ের ছাত্রীদের সাথে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্মকর্তাবৃন্দ সংলাপ করেছেন। ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দাউদ হোসেন চৌধুরী। এটিও বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও ইএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুউদ্দিন মামুন।
সভায় বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। প্রতিদিন নারীরা নিজের পরিবার থেকে শুরু করে সমাজে যেখানে যেখানে নিপীড়নের শিকার হয়, এসব বিষয়ে তারা এখন থেকে জানতে ও বুঝতে পারলে তা প্রতিরোধ করা সম্ভব হবে। বাল্য বিয়েসহ সমাজের নানা অব্যবস্থাপনাকে ডিঙিয়ে মেয়েরা ক্রমশ এগিয়ে চলছে। এই যাত্রাকে আরো মসৃণ করতে আমরা ছাত্রীদের সাথে সংলাপ করছি। তাদের মনের কথাগুলো জানতে পারলে নারী নির্যাতন প্রতিরোধ সহজ হবে।