শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০

নারী নির্যাতন রুখতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে নারী নির্যাতন বিরোধী ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৭ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালি শেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় এখনো নারীরা নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এই নারী নির্যাতনকে রুখতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। তারা এগিয়ে আসলেও সমাজে ঘাপটি মেরে বসে থাকা দুষ্টচক্র নিজেদের শুধরে নিতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে নারী ও পুরুষ সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের আজকের এই উন্নয়নের পেছনে নারীদেরও ব্যাপক ভূমিকা রয়েছে। তাই তাদের দূরে ঠেলে দেয়ার সুযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান এবং ইএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুউদ্দিন মামুন। আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি ইউএনও শিউলী হরি অনুষ্ঠানে উপস্থিত ২০৪জনকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান। পরে নারী নির্যাতন প্রতিরোধসহ নানা কাজে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতানা রাজিয়াসহ তিনজনকে সম্মননা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়