প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
বাবুরহাটে ভোজনবাড়ি রেস্টুরেন্ট মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় বাবুরহাট বাজারের মতলব রোডস্থ হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাবুরহাট বাজার একটি ব্যবসায়িক জোন। এখানে ব্যবসায়ের সম্ভাবনা রয়েছে। এখানে অনেকেই ইনভেস্ট করছেন। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষ ব্যবসা করতে এলে প্রথমেই নিরাপত্তা চায়। নিরাপত্তার পরিবেশ আপনাদেরকেই বজায় রাখতে হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ। অতিথির বক্তব্য রাখেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান। উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের আলহাজ্ব মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ শামীম হোসেনসহ বাবুরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ফারুক আহমেদ।