প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
উৎসবমুখর পরিবেশে হাজারো ভক্তের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে প্রস্তরময়ী আদ্যাশক্তি মহামায়া জগৎমাতা (পাথরের বিগ্রহ) শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালীমায়ের মহাভিষেক, নামকরণ ও মহাশক্তির মহাপূজা। চাঁদপুর পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তাদের সমবেত উপস্থিতিতে অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিলক্ষিত হয়। গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী প্রদর্শন দেবনাথের পরিবেশনায় শ্রীমদ্ভাগবত গীতা তত্ত্ব কথা ও ধর্মীয় গীতি আলেখ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালীমন্দিরের নামকরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং রাত ১০টায় ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন। ৩ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় শ্রী শ্রী গুরু পূজা ও গুরুগীতা পাঠ, শ্রী শ্রী চন্ডীপূজা ও সপ্তশতী চ-ীপাঠ, শ্রী শ্রী বিষ্ণুপূজা ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, শ্রী শ্রী শিব পূজা ও শিব গীতাপাঠ। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে ভক্তি শ্রদ্ধা সহকারে বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন।
মহাপ্রসাদ বিতরণকালীন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সমাজকল্যাণ সম্পাদক লিটন মজুমদার, প্রচার সম্পাদক নেপাল সাহা, সহ-প্রচার সম্পাদক কার্তিক সরকার, ডাঃ সহদেব দেবনাথ, জুয়েল কান্তি নন্দু, লিটন মজুমদার, তাপস রায়, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেশ চন্দ্র সাহা, পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রমের সভাপতি কার্তিক চন্দ্র সাহা, সহ-সভাপতি প্রভাষ সাহা, প্রমোদ দাস, শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালী মন্দিরের টুটন বণিক, খোকন সাহা, সুকুমার সাহা, মনতোষ সাহা, সুমন সাহা, সঞ্জিত সাহা প্রমুখ।
সন্ধ্যা ৭টায় মায়ের আরতি, রাত ৮টায় মহাশক্তির মহাঅভিষেক শেষে চন্দ্রেশ্বরী নামে আদ্যাশক্তি মহামায়ার পূজারম্ভ হয়। পূজাকালীন চাঁদপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত রায় চৌধুরীসহ জেলা পূজা পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বিভিন্ন মঠ, মন্দির ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাত ৩টায় সমবেত পুষ্পাঞ্জলি ও ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে মহাপূজা সম্পন্ন হয়। পূজায় পৌরহিত্য করেন শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালীমতা মন্দিরের পৌরহিত্য কেদারনাথ চক্রবর্তীসহ বিজ্ঞ প-িতগণ। পরদিন ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও কুষ্টিয়া লালন একাডেমীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় শ্যামা সংগীত ও লালন গীতি। অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়। পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই লিলিছুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যগণ শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দায়িত্ব পালন করেন।
তিন দিনব্যাপী আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালীমন্দির কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পাথরের তৈরী শ্রী শ্রী কালীমায়ের মূর্তিটি ভারতের গুজরাট থেকে এনে পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে স্থাপন পূর্বক পূজা অর্চনা করা হলেও এর কোনো নামকরণ করা হয়নি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে শ্রী শ্রী কালীমাতা ১০৮ নামে জগৎ সংসারে ভক্তদের মাঝে পূজিত হয়ে আসছেন। এর মধ্যে শ্রী শ্রী চন্দ্রেশ্বরী ও কালী মায়ের ১০৮ নামের ১টি নাম হওয়ায় ভক্তবৃন্দ হরিসভা মন্দির কমপ্লেক্সে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালী মাতা নামে প্রস্তরময়ী আদ্যাশক্তি মহামায়া জগৎমাতার নামকরণ করেন।