প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১২ জন চেয়ারম্যান প্রার্থীসহ ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান ১১, সংরক্ষিত মহিলা সদস্য ১ ও সাধারণ সদস্য পদে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, ১০টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছে।