প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
জেলা তথ্য অফিসের আয়োজনে ও হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাজীগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ ডিসেম্বর রোববার সকালে হাজীগঞ্জ পরিষদ উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শোয়েব আহমেদ চিশতি।
উপস্থিত ছিলেন দ্বাদশ গ্রাম ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বাউল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহউদ্দিন, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও মহিউদ্দিন আল আজাদ এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
এ ওরিয়েন্টেশন কর্মশালায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে সাংবাদিক, শিক্ষক ও মসজিদের ইমামসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।