প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১০-এর সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশপূর্বক তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১০-এর কর্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। তারা এক শোকবার্তায় বলেন, আমরা আমাদের একজন প্রিয় মানুষকে হারালাম, যে মানুষটি আমাদের প্রয়োজনে সকল সময় পাশে দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে। যিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করেছেন সর্বাগ্রে। সেই প্রিয় মানুষটি আজ আমাদের মাঝে নেই, তা ভাবতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহপাক যেন তাঁকে বেহেশত নসিব করেন। গতকাল ৬ ডিসেম্বর সোমবার বাদ জোহর মরহুমের জানাজা শেষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১০-এর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মেজবাহ উদ্দিন জুটন, মোঃ হুমায়ুন বেপারী, মোঃ রেজাউল করিম বিপ্লব, মোঃ হান্নান মিয়াজী, মোঃ নজরুল ইসলাম, বাহার হায়দার চৌধুরী, আরিফ মিয়াজী, জহির হোসেন মিয়াজি, মোঃ রহমান মিয়াজী, মোঃ তারিকুল ইসলাম, মোঃ মনির হোসেনসহ টহল পুলিশ সদস্যগণ।