শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাইমচরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রেস বিজ্ঞপ্তি ॥

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সহযোগিতায় ও অঙ্গীকার সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে । ৪ ডিসেম্বর শনিবার কেভিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ২শ’ ৫০ জনকে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এছাড়াও কেভিএন উচ্চ বিদ্যালয়ের সাড়ে ৫শ’ ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্র্যন্ত এলাকার সাধারণ মানুষ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ফারহানা বিনতে খায়ের। ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করেন হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মহীউদ্দিন খান ও সিনিয়র স্টাফ নার্স রাশিদা আক্তার।

উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, আইটি অফিসার উজ্জ্বল হোসাইন, গণসংযোগ কর্মকর্তা নাছিমা আক্তার, জুনিয়র হিসাবরক্ষণ অফিসার শিপন বেপারী, জুনিয়র স্টোর অফিসার মুহাম্মদ মোস্তফা বেপারী, হেড অ্যাসিস্টেন্ট মুহাম্মদ জসিম উদ্দিন, অফিস সহায়ক জয় ঘোষ।

দিনব্যাপী কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন অঙ্গীকার সমাজকল্যাণ সংঘের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক রনি দাস, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলি পাবেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কালাম, প্রচার সম্পাদক নাঈম, সহ-সাংগঠনিক রাজিব, দীপু পাটওয়ারী, উপদেষ্টা ও স্কুল প্রধান শিক্ষক রহুল আমিন ও অন্য শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়