প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর রোববার বেলা ১১টায় চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আরো একটি সেবাবর্ষ অতিক্রম করলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিট। সভায় বছরব্যাপী সেবা কার্যক্রমসমূহ তুলে ধরা হয়।
চাঁদপুর ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারীর সভাপ্রধানে (অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত ছিলেন) এবং ইউনিটের সেক্রেটারী এমএ মাসুদ ভূঁইয়ার পরিচালনায় সভায় বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া আয়-ব্যয় ও আগামী বছরের বাজেট উপস্থাপন করা হয়। বার্ষিক সভায় ইউনিটের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ, আজীবন সদস্যগণ, সাধারণ সদস্য এবং সুধীজনসহ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
সভায় সেক্রেটারী ও ইউনিট লেভেল অফিসার মোঃ বজলুল করিম চৌধুরী করোনাকালে চাঁদপুর ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবগত করে বলেন, করোনা মহামারীর প্রথম থেকেই যুব স্বেচ্ছাসেবকরা জেলা পরিষদ, জাতীয় সদর দপ্তর ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে সমন্বয় করে পৌর এলাকায় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, লিফলেট, মাস্ক, হাত ধোয়ার সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সংক্রমণ ঠেকাতে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও জনসমাগম হয় এমন স্থান যেমন বাজার, হাসপাতাল, মসজিদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ জেলা কারাগারে বন্দীদের সুরক্ষাতে জীবাণু-নাশক স্প্রে কার্যক্রম করা হয়। এছাড়াও চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার জন্যে বেসিন স্থাপন, কয়েক দফায় অসহায় মানুষদের মাঝে জরুরি খাদ্য সহযোগিতা ও ত্রাণসামগ্রী প্রদান করা হয়। তাছাড়া করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলাকালে প্রত্যেক উপজেলায় সচেতনতামূলক মাইকিং, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি দপ্তরে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
করোনা সংক্রমণে চাঁদপুরকে যখন রেড জোন ঘোষণা করা হয় তখন দ্রুত সময়ে জরুরি কল সেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হয় এবং আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের জন্যে অক্সিজেন কনসেনটেটর মেশিন প্রদান করা হয়।
এছাড়াও করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হওয়ার প্রথমদিন থেকেই আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ও পরবর্তীতে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইউনিট যুব প্রধান রাকিবুল হাসান শাওন জানান, করোনা কার্যক্রম ছাড়াও যুব স্বেচ্ছাসেবকদের এ বছরের নিয়মিত কার্যক্রম যেমন : যে কোনো দুর্যোগে দ্রুত সাড়া প্রদান ও ত্রাণ কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান, স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, জাতীয় দিবসসহ অন্যান্য দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে রমজানে ইফতারের আয়োজন করা হয়।
পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্ত সদস্যগণ উপস্থিত না থাকার কারণে সভায় রেড ক্রিসেন্ট বিধি অনুযায়ী পরের দিন সকাল ১১টা পর্যন্ত সভা মূলতবি ঘোষণা করা হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে পরের দিন জাতীয় সদর দপ্তর থেকে ইউনিটের ১০ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে এবং ইউনিটের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্যগণের পক্ষ থেকে ইউনিটের ২৬ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।