প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের বাসিন্দা, বিএনপি নেতা, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস, স্ট্র্যান্ড রোডের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ মোশাররফ হোসাইনের মাতা মোসাম্মৎ জাহেদা খাতুন গতকাল বিকেল পৌনে ৪টায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ১০০ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিকভাবে জানা যায়, গত কয়েক দিন তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় চাঁদপুর ফ্যামিলি কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে গতকাল বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রাত ৯টায় নিশি রোডের মাথায় হাওলাদার জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং মরহুম ফজলুর রহমান হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমার ৫ ছেলের মধ্যে ১ম ও ৩য় ছেলে মারা গেছেন। জীবিতদের মধ্যে ৪র্থ সন্তান পালবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ মিজানুর রহমান হাওলাদার কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর নির্বাহী কমিটির সদস্য, উত্তর কোড়ালিয়া রোড মহল্লা কমিটির সাধারণ সম্পাদক এবং তার ৫ম সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসাইন। তাঁর ছোট পূত্রবধূ মিসেস নাঈমা মোশারফ চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাবেক সভাপতি ও একজন নারী নেত্রী।
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর কর্মকর্তা আলহাজ¦ মিজানুর রহমান হাওলাদারের মায়ের মৃত্যুতে গতকাল বিকেলে অনুষ্ঠিত মাসিক সভায় গভীর শোক প্রকাশ করা হয়। এ অঞ্চলের সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ হারুনুর রশিদ পাটোয়ারীসহ অন্য নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।