প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা পরিষদের আয়োজনে ও কার্যকর এবং জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সার্বিক সহযোগিতায় নারী নির্যাতনবিরোধী ১৬ দিনব্যাপী কর্মসূচি (অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল ৫ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা সামনে হতে সদর আলগী বাজার র্যালি শেষে উপজেলা মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর নূরুদ্দিন মামুন, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, হাবিবুর রহমান গাজী, বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিনসহ উপজেলার অন্য কর্মকর্তা-কর্মচারী।