প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ ১জনকে আটক করা হয়েছে। এ সময় ১২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে পৃথক দু’টি অভিযান পরিচালিত হয়। অভিযানে চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী এলাকা থেকে ১ জনকে আটক করা হয়। সদর উপজেলার উত্তর-পশ্চিম তরপুরচ-ী গ্রামের পাটোয়ারী বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীকে (৩১) আটক করা হয়। এ বিষয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ বাজার পাঠান গ্রামের মোঃ ডালিম মিয়ার বসতঘর থেকে ১০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী ডালিম মিয়া পালিয়ে যায় বলে জানা যায়। পলাতক আসামীর বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।